রবিবারের ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচের দিকে তাকিয়ে গোটা বিশ্ব

Spread the love
আগেও বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। ১৯৯৮ সালে। সেবার দলের অধিনায়ক ছিলেন ফ্রান্সের এখনকার কোচ দিদিয়ের দেসোঁ। আবার ফাইনালে তারা। ফুটবল দুনিয়া আগে থেকে চেনে ফ্রান্সকে। কিন্তু আড়ালে পড়ে থাকা ক্রোয়েশিয়া বিশ্বকাপের ফাইনালে এবারই প্রথম। তাই তাদের প্রতি মানুষের আগ্রহটা বেশি।
ক্রোয়েশিয়ান ফুটবল দলের খেলোয়াড়দের প্রতিও ফুটবল দুনিয়ার কদর বেড়েছে। কদর বেড়েছে দলের কোচ জালাতকো দালিচের।
অথচ এই জালাতকো দালিচ ক্রোয়েশিয়ার ফুটবল দলের দায়িত্ব নিয়েছিলেন বিনা বেতনে। বিশ্বকাপের আগেই তাকে আরব দেশ থেকে এনে দায়িত্ব দেন ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি ডেবর সুকর। জালাতকো দালিচক ইত্তেফাককে বলেছেন, ‘আমি যখন দায়িত্ব গ্রহণ করি তখন আমার কোনও বেতন ছিল না। বিনা বেতনে চাকরি নিয়েছিলাম। আমি শর্ত দিয়েছিলাম যদি বিশ্বকাপের চুড়ান্ত পর্বে দলকে তুলতে পারি তাহলে চাকরি এবং বেতনের বিষয়টির নিয়ে বসব। আপনারা শুনলে অবাক হবেন ৬ সপ্তাহ পর্যন্ত আমার কোনো চুক্তিই ছিল না। অথচ আমি কাজ করে গিয়েছি। আমার জন্য এটা ভালো হয়েছে। কারণ দলের সাফল্যে আমি এখন সেরা কোচ হয়েছি।’
দালিচ আরবের বিভিন্ন ক্লাব ফুটবলে কাজ করেছেন। সেখান থেকে এসে সরাসরি ক্রোয়েশিয়ার কোচ হয়েছেন। তিনি বলেন,‘আমি ছোট ক্লাবে কাজ করলেও পরে এশিয়ার সেরা দুটি ক্লাবে কাজ করেছি। জানতাম বড় ক্লাব মানে বড় চাপ। ভুল হলে চাপ নিতে হয়। স্বপ্ন ছিল জাতীয় দলে কাজ করব। বিশ্বকাপ বাছাইপর্বে চাপ নিয়ে খেলে আমি বুঝতে পারছি কিভাবে সামাল দিতে হয়। আমার আত্মবিশ্বাস বেড়েছে। আপনারা দেখবেন ডাগ আউটে দাঁড়িয়ে আমি সব সময় পজিটিভ থাকি। নেগেটিভ ফুটবল খেলিনি।’ অনেক যুদ্ধের পর এত দূর এসেছে ক্রোয়েশিয়া। ফুটবল খেলাটাকে তারা বুকে তুলে নিয়েছে। কারণ ফুটবলই পারে ক্রোয়েশিয়ার সব কিছু বদলে দিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*