হাইকোর্টের নির্দেশ মেনে পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন

Spread the love

হাইকোর্টের নির্দেশ মেনে পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আদালত যে মেধাতালিকা প্রকাশ করতে বলেছে, তা সম্ভবত সোমবারই নিজেদের ওয়েবসাইটে তুলে দেবে এসএসসি। সেজন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের কাউন্সেলিং আপাতত বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, ১৬ জুলাই থেকে ২৩ জুলাই কাউন্সেলিং হওয়ার কথা ছিল। কাউন্সেলিংয়ে ডাক পাওয়া প্রার্থীর সংখ্যা প্রায় ২২ হাজার। সেটাই এবার বাতিল করে দেওয়া হল। পরবর্তী কাউন্সেলিংয়ের দিনক্ষণ অবশ্য ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই বিচারপতি শেখর বি শরাফ তাঁর রায়ে জানান, মেধাতালিকা প্রকাশ না করে কাউন্সেলিং শুরু করা যাবে না।

মামলাকারীদেরও দাবি ছিল, কৃতকার্য প্রার্থীদের নাম ওয়েবসাইটে পিডিএফ ফরম্যাটে তুলে দেওয়া উচিত। আদালতও সেই দাবিকেই মান্যতা দেয়। পরে সদ্য দায়িত্বপ্রাপ্ত এসএসসির নতুন চেয়ারম্যান শর্মিলা মিত্র সংবাদমাধ্যমকে জানান, আদালতের রায় মেনে ইতিমধ্যেই ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যদিও ২০১২ সালের এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে করা আরও একটি মামলা চলছে বিচারপতি ইন্দ্রাশিস মজুমদারের এজলাসে। সেখানেও রাজ্য সরকারকে হলফনামা পেশ করতে বলা হয়েছে। মামলাটি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টেও গিয়েছিল। সেখান থেকে ফের হাইকোর্টে পাঠানো হয়েছে। এই মামলাটিতে আবার উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*