কিছুদিন আগে সম্পন্ন হল হাতি শুমারির কাজ। সেখান থেকেই জানা যায় রাজ্যে হাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮২। ২০১৪ সালের গণনায় এই সংখ্যাটি ছিল ৫৯০। গতবারের গণনায় শুধু উত্তরবঙ্গের হাতিদের গোনা হয়েছিল। উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের হাতিও গোনা হয় এবার।
এর পাশাপাশি আরেকটি গণনা চালানো হয় ‘ডাং ডিকে’ পদ্ধতিতে। এই পদ্ধতিতে হাতির সংখ্যা কত দাঁড়ায় তা জানা যাবে শীঘ্রই। সরাসরি গণনা পদ্ধতিতে শুধুমাত্র সেই হাতিদেরই গোনা হয়েছে যাদের দেখা গেছে। রাজ্য বন দপ্তর স্থানীয় মানুষদের সাহায্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাতিদের দৈনিক গতিবিধির ওপর নজর রাখছে।
Be the first to comment