বিক্ষোভরত পড়ুয়াদের দাবি মানল প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ, উঠল অবস্থান বিক্ষোভ

Spread the love
অবশেষে প্রেসিডেন্সিতে আন্দোলন উঠল ৷ রেজিস্ট্রারের আশ্বাসের পর অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ মেধাতালিকা প্রকাশ করতে হবে এবং দারিদ্র সীমার নীচে থাকা পড়ুয়াদের ফি মুকুব করতে হবে ৷ পড়ুয়াদের দাবি ছিল এই দু’টোই ৷ সেই দু:টো দাবিই মেনে নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷
বৃহস্পতিবার থেকে চলছিল পড়ুয়াদের আন্দোলন ৷ অবশেষে, গতকাল জেনারেল বডির মিটিংয়ে পড়ুয়াদের দাবি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ মিটিং শেষে বেরিয়ে বিক্ষোভরত পড়ুয়াদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দেয় রেজিস্ট্রার ৷
সূত্রের খবর, যে সকল ছাত্রছাত্রী কাউন্সেলিং প্রক্রিয়ায় এসেছে, তাদের পারিবারিক আয় যদি ৮,০০০ টাকার কম হয়, সেক্ষেত্রে তাদের ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। প্রসঙ্গত এবছর কাউন্সেলিং ফি হিসাবে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ ৫০০ টাকা করে ধার্য করেছে। যেটা গতবছর মাত্র ১০০ টাকা ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*