অ্যাপ ক্যাবে ফের যাত্রী হেনস্থা ! ঘুসি মেরে যাত্রীর নাক ফাটাল চালক

Spread the love
ওলা উবরে যাত্রীরা কি আদৌ নিরাপদ ? বেঙ্গালুরুর দু’টি যাত্রী হেনস্থার ঘটনায় এই প্রশ্নটি আরও জোরাল হচ্ছে ৷
ঘটনার সূত্রপাত গত ৬ জুলাই ৷ অ্যাপ ক্যাব উবর করে অফিস থেকে বাড়ি ফিরছিলেন আবীর চন্দ্র ৷ বাড়িতে কাজ থাকায় চালক অনুশ আর-কে একটু তাড়াতাড়ি গাড়িটি চালানোর জন্য অনুরোধ করেন আবীর ৷ এতেই ঘটে বিপত্তি ৷ গাড়ির চালক মাঝ রাস্তাতেই গাড়ি থেকে আবীরকে নেমে যেতে বলেন ৷ তাতে রাজি হননি আবীর ৷ এতে আরও ক্ষেপে যায় অনুশ ৷ দু’পক্ষেই শুরু হয় রীতিমত ধস্তাধস্তি ৷ আবীর গাড়ি থেকে নামবেন না বলে জোর করে বসে থাকেন গাড়ির ভিতর ৷ এরপরই যাত্রীর নাকে ঘুসি মারে অভিযুক্ত উবর চালক ৷ এমনটাই দাবি আবীরের ৷ একইসঙ্গে তিনি আরও জানান, এরপরও যখন নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন আবীর ৷ সেই সময় গাড়ির চালক স্থানীয়দের ডেকে তাকে আবারও মারধর করে বলে অভিযোগ ৷ চোখে এবং নাকে গুরুতর চোট নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন আবীর ৷
অন্যদিকে, মহিলা যাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার ওলা ড্রাইভার ৷ এবারও ঘটনাস্থল বেঙ্গালুরু ৷ ঘটনাটি ঘটে গত ১০ জুলাই ৷ অভিযোগ, ওই মহিলা যাত্রীকে পিক আপ করার আগেই মিটার চালিয়ে দেয় গাড়ির চালক মহাদেব ৷ এরপর ওই মহিলা যাত্রী বিষয়টি বুঝতে পারলে সে মহাদেবকে জিজ্ঞেস করেন, কেন সে এমন কাজ করেছে ? এই প্রশ্নের জেরেই ক্ষেপে যায় অভিযুক্ত গাড়ির চালক ৷ নিজের পায়ের জুতো খুলে ওই মহিলাকে মারধর করে বলে অভিযোগ ৷ এরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা মহিলা ৷ মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্ত গাড়ির চালক মহাদেবকে গ্রেফতার করে পুলিশ ৷
মোবাইলে অ্যাপ দিয়ে কয়েক মিনিটের মধ্যেই আপনার সামনে এসে হাজির হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত ক্যাব ৷ কিন্তু বারবার একই যাত্রী হেনস্থার ঘটনায় অ্যাপ ক্যাবে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*