কলেজে ভর্তিতে টাকা চেয়ে মারধর, গ্রেপ্তার TMCP- জি.এস

Spread the love
আদিবাসী ছাত্রকে কলেজে ভরতি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা চাওয়ার অভিযোগ। না পেয়ে মারধর। এই ঘটনায় গ্রেপ্তার TMCP-র ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তরুণ সেন। ঘটনাটি বাগডোগরা কলেজের।
অভিযোগ, গতকাল সকালে অনলাইনে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে এক আদিবাসী ছাত্রের কাছে তিন হাজার টাকা চান ছাত্র সংগঠনের কয়েকজন। তা দিতে অস্বীকার করায় ওই আদিবাসী ছাত্রকে মারধর করা হয়। অভিযোগ জানিয়ে হেল্পলাইনে ফোন করেন ওই ছাত্র। কিন্তু দেখা যায়, তাঁকে যে মারধর করেছে তারাই ফোন তুলেছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ দুপুরে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ অনুমোদিত প্রোগ্রেসিভ টি ওয়ার্কাস উইনিয়নের পক্ষ থেকে বাগডোগরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। এর জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থানে এসে গোটা বিষয়টির তদন্তে নামে। তদন্তে জানা যায়, ওটি কলেজের GS তরুণ সেনের নম্বর। পুলিশ ঘটনায় GS-কে গ্রেপ্তার করে। 
রবিবার আদিবাসী বিকাশ পরিষদ অনুমোদিত প্রোগ্রেসিভ টি-ওয়ার্কার্স ইউনিয়নের কর্মীরা বাগডোগরা থানার সামনে বিক্ষোভ দেখান। দ্রুত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সংগঠনের পক্ষে ঝারু ওঁরাও জানান, কেন্দ্রীয় সরকার আদিবাসীদের সুরক্ষিত রাখতে অ্যাট্রোসিটি আইন চালু করেছে। তবে তা শুধু খাতা কলমের আইন এবং সাইনবোর্ডের মধ্যেই সীমাবদ্ধ। মুখ্যমন্ত্রী বারবার নির্দেশিকা দিলেও বাস্তবে কলেজে কলেজে টাকা চাওয়া হচ্ছে। 
তৃণমূল জেলা সভাপতি নির্ণয় রায় ঘটনার পরিপ্রেক্ষিতে জানান, পুলিশ তদন্ত করছে। কেউ দোষ করলে শাস্তি পাবেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*