সুইস ব্যাঙ্কেই পড়ে রয়েছে কয়েকশো কোটি টাকার ভারতীয় অ্যাকাউন্ট

Spread the love

কালো টাকা উদ্ধার নিয়ে রাজনৈতিক তরজা চলছেই। এর মধ্যেই জানা গেল আরও একটি চাঞ্চল্যকর তথ্য। দাবিদারের অপেক্ষায় সুইস ব্যাঙ্কেই পড়ে রয়েছে কয়েকশো কোটি টাকার ভারতীয় অ্যাকাউন্ট। দাবি করছে না কেউই। প্রায় তিনবছর হতে চলল, এমন ৬টি ভারতীয় অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ২০১৫ সালে প্রথমবার এই ধরনের অ্যাকউন্টের তথ্য প্রকাশ করে সুইস কর্তৃপক্ষ। যাকে বলা হয় সুপ্ত অ্যাকউন্ট। সবমিলিয়ে মোট ৩৫০০ অ্যাকাউন্টের তালিকা প্রকাশ করা হয়েছে। যার মধ্যে ৬টি হল ভারতীয়দের। উপযুক্ত নথি এবং প্রমাণ দিয়ে সেই অ্যাকাউন্টের দাবি করতে পারেন যে কেউ। তবুও কোনও সাড়া নেই। পিটিআই সূত্রে জানা গেছে, ভারতীয়দের যে ছ’টি অ্যাকাউন্ট, তার মধ্যে তিনজনই থাকেন ভারতে। বাকিদের একজন প্যারিস, একজন লন্ডনে। যদিও আরও একজন রয়েছেন, যার ঠিকানা প্রকাশ প্রকাশ করা হয়নি। ভারতে বসবাসরতরা হলেন, মুম্বইয়ের পিইরি ভাচেক ও বারনেট রোজমেরি। আর দেরাদুনের বাহাদুর চন্দ্র সিংহ। প্যারিসের জন মোহন লাল এবং লন্ডনের সুচা যোগেশ প্রভুদাস। আর যাঁর ঠিকানা প্রকাশ করা হয়নি তিনি হলেন কিশোর লাল। ভারত ছাড়াও ওই তালিকায় পাকিস্তান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, তুরস্ক, অস্ট্রিয়া এমনকি সুইজারল্যান্ডেরও বাসিন্দারাও। এদিকে, দেশের বাইরের সমস্ত কালো টাকা উদ্ধারের কথা বলে এসেছেন মোদী কিন্তু সে টাকা আদৌ উদ্ধার হয়নি। উল্টো, সুইস ব্যাঙ্কে ভারতীয়দের অর্থের পরিমাণ বেড়েছে ৫০ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*