মোদীর সভায় যোগ দিতে আসা বিজেপি কর্মীরা বেধড়ক মারধর করল পুলিশকে। রাস্তায় ফেলে, চুলের মুঠি টেনে হামলা চালানো হল খড়গপুরের ওসি ট্রাফিক অখিলেশ সিংহের ওপর। তাদের হাত থেকে রেহাই পাননি অতিরিক্ত পুলিস সুপার ওয়াই রঘুবংশীও। আহত হন অন্তত ১৪ জন পুলিশকর্মী। বেলা ১১টা নাগাদ গাড়িতে করে সভায় যাচ্ছিলেন বিজেপি কর্মীরা। গাড়ির ভিড়ে ৬ নম্বর জাতীয় সড়ক আটকে যায়। খড়্গপুরের চৌরঙ্গী মোড় পুলিস বিজেপিকর্মী সমর্থকদের গাড়ি আটকে দিলে সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে গোলমাল বাঁধে বিজেপি সমর্থকদের। সিভিক ভলেন্টিয়ারদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। খুলে ফেলা হয় তৃণমূলের পতাকা ও তোরণ। জেলা পুলিস সুপার অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বলেছেন, বিজেপি কর্মীদের আসতে বাধা দেওয়া হচ্ছিল। তাই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কিন্তু এভাবে পুলিসকে মারধর করা অত্যন্ত নিন্দনীয়। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, বাইরের রাজ্য এমনকী, দিল্লির নম্বরপ্লেট লাগানো গাড়িতে করেও লোক আনা হয়েছে।
Be the first to comment