দলীয় অশান্তি কোথাও কোথাও ভোগাচ্ছে বিজেপিকে ৷ দলের তৈরি হওয়া কোন্দলের জেরে সম্প্রতি বেশ কয়েকটি উপনির্বাচনে ধরাশায়ী হয়েছে বিজেপি। বাংলা যাতে সেই তালিকায় নাম অন্তর্ভুক্ত না করে, সেই বিষয়টি নিয়ে তাই আগেভাগেই রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার মেদিনীপুর কলেজ ময়দানে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কৃষকদের ভোট নিয়ে নিজেদের ভোট ব্যাঙ্ক বাড়াতে বদ্ধপরিকর বিজেপি ৷ কিন্তু আদৌ কি প্রধানমন্ত্রী কোনও সুরাহা দিতে পারলেন ? কারণ কৃষকরা তাদের নিজেদের আয় কীভাবে বাড়াবেন ? সেই নিয়ে কোনও সমাধান দিলেন না প্রধানমন্ত্রী ৷ বরং কৃষক উন্নয়নের সামান্য কিছু বক্তব্য রেখেই শুরু করলেন রাজনৈতিক বক্তব্য ৷ সিন্ডিকেট থেকে রাজ্যের কৃষকদের প্রতি শাসক দলের অবহেলাই এই ভাষণের মূল বিষয় ছিল ৷ ভাষণের মধ্যে দিয়ে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করাই ছিল যেন মোদির লক্ষ্য ৷
মোদি বলেন, ‘নিজেদের মধ্যে কোন্দলের সৃষ্টি করবেন না ৷ সাধারণ মানুষের জন্য কাজ করুন ৷’ পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা হিন্দু জাতীয়তাবাদ, রামমন্দির থেকে হনুমান জয়ন্তী, নিরামিষ খাদ্যাভাস, এ-সব কর্মসূচি প্রচার করছেন ৷ অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম কংগ্রেসকে টেক্কা দিয়ে দ্বিতীয় শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বিজেপির দ্বিতীয় স্থানে উঠে আসাটাও বিজেপির দলের অন্দরে কিছুটা হলেও আত্মবিশ্বাস যুগিয়েছে ৷
Be the first to comment