দুর্নীতি মামলায় অভিযুক্ত খালেদা জিয়ার জামিনের মেয়াদ শেষ, আজ শুনানি ঢাকা আদালতে

Spread the love
দুর্নীতি মামলায় অভিযুক্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছিল ঢাকা হাইকোর্ট । ১৭ জুলাই পর্যন্ত জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল । মার্চ মাস থেকে এই নিয়ে প্রায় পাঁচবার তাঁর জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে । আজ এই বিষয়ে পুনরায় শুনানিকার্য শুরু করবে হাইকোর্ট ।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত জিয়া সহ আরও তিনজনের বিরুদ্ধে এই মামলার শুনানির দিন স্থির হয়েছিল ১০ জুলাই । কিন্তু জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের মেয়াদ দীর্ঘায়িত করার অনুরোধ করেন তাঁর উকিল । এরপরই বিচারপতি আকতারউজমান ১৭ জুলাই পর্যন্ত জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন ।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেয় আদালত। এই মুহুর্তে ঢাকার একটি ২০০-বছর পুরনো কারাগারে আছেন তিনি  ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*