মেদিনীপুর কলেজ মাঠে প্রধানমন্ত্রীর হাইভোল্টেজ সভা। অথচ, সেই সভাতেই তুমুল বিশৃঙ্খলা। দর্শকাসনের অস্থায়ী ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। আহত একশোর কাছাকাছি। যার জেরে মিনিট দুয়েক বক্তব্য থামাতে হয় মোদিকেও। আহতদের দেখতে হাসপাতালে যান তিনি। কিন্তু, তাতে বিতর্কের আগুন নিভছে না।
তদন্তে ঘটনাস্থলে পুলিশকর্তারা। মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছন এডিজি আইবি সিদ্ধিনাথ গুপ্তা, এসপি অলোক রাজোরিয়া। গতকাল ঘটনাস্থলে যান ফরেনসিক বিশেষজ্ঞরাও।
প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ। শুধু ভিড়ের চাপে ছাউনি ভেঙে পড়েনি। তাহলে দ্বিতীয় ছাউনি ভাঙত না। সভা শেষের অনেক পরে দ্বিতীয় ছাউনি ভাঙে। মরচে পড়া লোহার কাঠামো ব্যবহার হয়। মাটিতে ভাল করে পোঁতা হয়নি কাঠামো। সেকারণেই ভেঙে পড়ে দর্শকাসনে ছাউনি। প্রাথমিক তদন্তে এমনটাই তথ্য উঠে এসেছে।
বিশেষজ্ঞদের অনুমান, লোহার কাঠামোর যতটা অংশ মাটির নীচে থাকার কথা, তা ছিল না। পাশাপাশি লোহার কাঠামো সংযোগকারী জঙ ধরা লোহার পাইপও ব্যবহার করা হয়। এছাড়াও, দর্শকাসনের ছাদে জমে থাকা জল বার করার উপায়ও তৈরি করা হয়নি।
Be the first to comment