মাদার টেরিজার মিশনারিজ অফ চ্যারিটির সব নির্মল হৃদয় আশ্রম পরিদর্শন করা হবেঃ মানেকা গান্ধী

Spread the love

সারা দেশে মাদার টেরিজার মিশনারিজ অফ চ্যারিটির সব নির্মল হৃদয় আশ্রম পরিদর্শন করা হবে। কেন্দ্র সব রাজ্যকেই একথা জানিয়ে দিয়েছে। ঝাড়খণ্ডে অবৈধ দত্তক নিয়ে রাঁচির নির্মল হৃদয়ে অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ। নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধি সব রাজ্য সরকারকে বলেছেন, একমাসের মধ্যে সবকটি শিশুকল্যাণ কেন্দ্রকে রেজিস্টার করতে হবে এবং সেগুলিকে দেশের শীর্ষ দত্তক গ্রহণ কেন্দ্র কারার সঙ্গে যুক্ত করতে হবে। এ মাসের গোড়ায় রাঁচিতে বেআইনি দত্তকের নামে শিশু বিক্রির অভিযোগে নির্মল হৃদয়ের দুজনকে গ্রেফতার করা হয়েছে। এধরনের সব সংস্থাকে কারার সঙ্গে সংযুক্তির বিরোধিতা করে কিছু আনাথাশ্রম মামলা করেছে।এখনও পর্যন্ত ২৩০০ শিশুকল্যাণ কেন্দ্র কারার সঙ্গে যুক্ত। বাকি ৪০০০। কেন্দ্রের তথ্য অনুসারে গোটা দেশে রেজিস্টার্ড ও রেজিস্টারহীন শিশুকল্যাণ কেন্দ্রের সংখ্যা ২ লাখ ৩০ হাজার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*