পুসি রায়ট পাঙ্ক গ্রুপের সদস্যদের ১৫ দিনের জন্য জেলে পাঠালো রাশিয়া

Spread the love

রাশিয়া পুসি রায়ট পাঙ্ক গ্রুপের সদস্যদের ১৫ দিনের জন্য জেলে পাঠিয়েছে। তারা বিশ্বকাপের ফাইনালে মাঠে পুলিশের পোষাক পরে ঢুকে পড়েছিল। মস্কোর আদালত ভেরোনিকা নিরুলশিনা, ওলগা কুরাচেভা এবং পিওতর ভের্জিলভকে পুলিশ সেলে বন্দি করার পাশাপাশি আগামি তিনবছরের জন্য যে কোনও ক্রীড়া অনুষ্ঠান থেকে নিষিদ্ধ করেছে। তাদের বিরুদ্ধে দর্শকদের আচরণের নিয়ম ভাঙার অভিযোগ আনা হয়েছে। ভের্জিলভ মিডিয়াজোনা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। এই ওয়েবসাইট মানবাধিকার আন্দোলনের বিচার নিয়ে খবর দেয়। এরা ছাড়াও ওলগা পাখতুসোভা নামে আরও এক বিক্ষোভকারীকে ধরা হয়েছে। এই চারজন রবিবার লুঝনিকি স্টেডিয়ামে ফ্রান্স-ক্রোয়েশিয়া খেলার মধ্যে মাঠ ঢুকে পড়েছিল। তাদের জন্য কয়েক মিনিট খেলা বন্ধ হয়ে যায়। পুলি রায়ট সঙ্গে সঙ্গে তাদের ওয়েবসাইটে জানায়, সব রাজনৈতিক বন্দির মুক্তি, দেশে অবাধ রাজনীতির সুযোগ ইত্যাদি দাবিতেই তাদের এই বিক্ষোভ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*