গোরক্ষকদের দমনে বিশেষ আইন তৈরি করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, এই নিয়ে ৪ সপ্তাহের মধ্যে পদক্ষেপ নেওয়ার সময়ও বেঁধে দিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। বিচারপতিরা জানান, কোনওভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়াকে প্রশ্রয় দেয়া যাবে না। অবিলম্বে, স্বঘোষিত গোরক্ষকদের দমন, আক্রান্তদের ক্ষতিপূরণ নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করার পরামর্শও দেওয়া হয়েছে কেন্দ্রকে। প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার গোরক্ষার গুন্ডামি নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছিল সর্বোচ্চ আদালত। নিজেদের পর্যবেক্ষণেও বিচারপতিরা জানান, আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারও নেই। গোরক্ষার নামে গণহত্যা কোনওভাবেই সমর্থন যোগ্য নয়। এদিনও জানানো হয়, এসব ক্ষেত্রে রাজ্যগুলিকেই সবচেয়ে বেশি সক্রিয় হতে হবে। আইনশৃঙ্খলা সুনিশ্চিত করা তাদ্রই প্রধান কর্তব্য। অশান্তি, নৈরাজ্য ঠেকানোর ক্ষেত্র সদর্থক ভূমিকা নিতে হবে। কোনওভাবেই স্বঘোষিত রক্ষকদের প্রশ্রয় দেয়া চলবে না। মহাত্মা গান্ধির বংশধর তুষার গান্ধি ও তেহসিন পুনাওয়ালার শীর্ষ আদালতে পিটিশন দায়ের করেছিল। সেই আবেদনের শুনানিতে নিজেদের অবস্থান জানালেন প্রধান বিচারপতির বেঞ্চ।
Be the first to comment