শ্রীলঙ্কা ক্রিকেট দলের সময় ভালো যাচ্ছে না। শেষ দু’টি সিরিজ বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে হতাশজনক ফল করেছে। নিজেরদের মাটিতে ভারতের কাছে এবং পাকিস্তানের কাছে পুরোপুরি বিদ্ধস্ত হয়েছে। একটিও ম্যাচ জিততে পারেনি। ভারতের কাছে টেস্ট সিরিজ হারলেও আরব আমিরশাহীতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে। তবুও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে শ্রীলঙ্কার অবস্থা সত্যিই খারাপ।
নভেম্বরে শ্রীলঙ্কা ভারত সফরে আসছে ৩টি টেস্ট, ৫টি ওয়ান ডে এবং ৩টি টি-২০ ম্যাচ খেলতে। শুরু হবে ১৬ই নভেম্বর থেকে। চোটের জন্য অনেকদিনই দলের সাথে ছিলেন না নির্ভরযোগ্য ক্রিকেটার আঞ্জেলো ম্যাথেউস। আসন্ন ভারত সফরে তিনি জাতীয় দলে ফিরে আসছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানা গেছে তিনি সম্পূর্ণ সুস্থ। এছাড়াও চোট আঘাতে থাকা আরো দুইজন ক্রিকেটারও ফিরে আসছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের শক্তি বাড়াতে। এই দুজন হলেন কুশল পেরিরা এবং আসেলা গুনরত্নে। শ্রীলঙ্কা ক্রিকেট দলের সিইও আসলি ডি সিলভা জানান, এই তিনজন ক্রিকেটার ফিরে আসায় দলের শক্তি বাড়বে।
Be the first to comment