‘রেলের চাকরি করি। তাই বলে ঊর্ধ্বতন কর্তাদের ব্যক্তিগত চাকর নই।’ ফের চতুর্থ শ্রেণির কর্মচারীদের বিক্ষোভ। উত্তর রেলের লখনউ ডিভিশনের ঘটনা। ঊর্ধ্বতন অফিসারের বিরুদ্ধে প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করলেন ৫ কর্মচারী। অভিযোগ, তাঁদের ভৃত্যের মতো খাটাচ্ছেন আধিকারিকরা। যখন তখন নিজেদের ব্যক্তিগত কাজেও লাগাচ্ছেন। এমনকি রেলওয়ে ট্র্যাকের ডিউটি থেকে সরিয়ে নিয়ে, কর্তার ব্যাক্তিগত বাড়ি তৈরির জন্য দিনমজুরের কাজও করানো হচ্ছে বলে অভিযোগ। ঘটনার বিহিত চেয়ে রেলমন্ত্রীর কাছেও আবেদন করেছেন তাঁরা। উল্লেখ্য, গতবছর ক্ষমতায় এসেই সমস্ত ঔপেনিবেশিক প্রথাই বাতিল করেছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সেসময় প্রায় ১০ হাজার চতুর্থ শ্রেণির কর্মচারিকেও দায়িত্বে ফিরিয়ে আনা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি আবারস যে কে সেই। এতদিন বহিষ্কারের ভয়ে তাঁরা চুপ করেছিলেন বলে জানান ওই পাঁচ ট্র্যাকম্যান।
Be the first to comment