জামিন পেলেন অলীক চক্রবর্তী

Spread the love

জামিন পেলেন সিপিআইএম রেড স্টার নেতা অলীক চক্রবর্তী ৷ বারুইপুর জেলা আদালতে মঙ্গলবার গ্রাহ্য হল তাঁর জামিনের আবেদন৷ তাঁর বিরুদ্ধে মোট ৩৫টি মামলা রুজু হয়েছিল৷ যার মধ্যে ৩৪টিতে মামলায় আগেই জামিন পেয়ে গিয়েছিলেন ভাঙড় আন্দোলনের এই অন্যতম নেতা৷ একটি মামলা এখনও জারি ছিল৷ সোমবার সেই মামলা থেকেও অব্যাহতি পেলেন অলীক চক্রবর্তী৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, ভাঙড় আন্দোলনে উসকানি দেওয়ার পাশাপাশি, রাষ্ট্রদ্রোহিতা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের৷ এফআইআরে নাম থাকলেও অনেক দিন ধরেই আত্মগোপন করেছিলেন এই নকশাল নেতা৷ লিভারের চিকিৎসা করাতে ভুবনেশ্বরে গিয়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন৷ ফোনের লোকেশন ট্র্যাক করে তাঁর অবস্থান জানা গিয়েছিল এবং সেই ভিত্তিতেই পাকড়াও করা হয়েছিল তাঁকে৷ এমনই জানা গিয়েছিল৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*