গণপিটুনির তীব্র সমালোচনা সুপ্রিম কোর্টের, কড়া আইন তৈরির প্রস্তাব

Spread the love
গোরক্ষা, সাম্প্রদায়ি অশান্তি থেকে শুরু ছেলেধরা সন্দেহ — দেশজুড়ে চলা গণপিটুনির ঘটনায় এ বার কড়া আইন আনার প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে গণপিটুনির ঘটনাকে ‘ভয়ংকর জনরায়’ আখ্যা দিয়ে সমালোচনা করল শীর্ষ আদালত ।
প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে ৩ সদস্যের ডিভিশন বেঞ্চ বলে, কোনও নাগরিকই আইন হাতে তুলে নিতে পারেন না। এই ধরনের ঘটনা রুখতেই হবে। অরাজকতা বন্ধ করতে রাষ্ট্রকেই কড়া পদক্ষেপ করতে হবে। হিংসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। গণপিটুনি রুখতে কেন্দ্র, সব কটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রতিষেধক, শাস্তিমূলক এবং নির্মূলকারী পদক্ষেপ করতে হবে। একইসঙ্গে গণপিটুনির ঘটনায় অভিযুক্তদের শাস্তি দিতে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে কেন্দ্র এবং রাজ্যগুলিকে এই অভিযোগের রিপোর্ট আগামী চার সপ্তাহের মধ্যে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
সর্বোচ্চ আদালত জানিয়েছিল, যে কারণেই হোক, গণপিটুনি সবসময় অপরাধ। এদিন সেই রায় বহাল রেখেই গোরক্ষকদের তাণ্ডব এবং রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ফের রাজ্যগুলির উপরই ছেড়ে দিল সুপ্রিম কোর্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*