আজকের দিন

Spread the love
রবী কিষাণ
জন্মঃ ১৭ জুলাই, ১৯৭৯
তিনি একজন অভিনেতা। যিনি ভোজপুরি ও হিন্দি ছবিতে বহু কাজ করেছেন। এবং দর্শকমহলে তিনি বিশেষ জনপ্রিয়। 
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
শচীন ভৌমিক 
জন্মঃ ১৭ জুলাই ১৯৩০- ১২ এপ্রিল ২০১১
তিনি হিন্দি চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত গল্প লেখক এবং চিত্রনাট্যকার । গত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে তিনি বহু সুপারহিট হিন্দি সিনেমার গল্প বা চিত্রনাট্য লিখেছেন ।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
বিজন ভট্টাচার্য 
১৭জুলাই ১৯১৭- ১৯ জানুয়ারি, ১৯৭৮
তিনি একজন বাঙালি  নাট্যমঞ্চের খ্যাতনামা ব্যক্তিত্ব ও সুঅভিনেতা।
গণনাট্য সঙ্ঘের (সেই সময় ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সঙ্ঘ) প্রথম নাটক আগুন বিজন ভট্টাচার্যের রচনা । এই নাটকটি ১৯৪৩ সালে মঞ্চস্থ হয়েছিল। ১৯৪৪ সালে তাঁর লেখা নাটক জবানবন্দী এবং নবান্ন  অভিনীত হয়েছিল। এই নাটকগুলিতে তিনি প্রধান অভিনেতা এবং নির্দেশকের দায়িত্ব পালন করেছিলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*