ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ডের গলফ রিসর্টের জন্য মার্কিন মুলুকের করদাতাদের ৭৭ হাজার ডলার খরচ করা হয়েছে। আমেরিকার যুক্তরাষ্ট্রীয় ব্যয়ের রেকর্ড অনুসারে, ইউরোপে ট্রাম্পের সরকারি সফরে তাঁর ব্যক্তিগত ব্যবসার লাভ হয়েছে। রয়টার্স জানাচ্ছে, গত এপ্রিল মাস থেকে মার্কিন স্বরাষ্ট্র দফতর ৭৭ হাজার ৩৫৩ হাজার ডলার ট্রাম্পের বিদেশ ভ্রমণে খরচ করেছে। খরচ হয়েছে ট্রাম্পের নিজস্ব কোম্পানি এসএলসি টার্নবেরিকে ভিআইপিদের হোটেল রুমের জন্য টাকা দিতে। ওই কোম্পানিই রিসর্টের মালিক। প্রেসিডেন্টের বিদেশ সফরের খরচ দেয় স্বরাষ্ট্র দফতর। গত শনিবার ট্রাম্প এই রিসর্টেই ন্যাটোর মিলিটারি সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। গলফ খেলেছেন। রেকর্ড অনুসারে, টার্নবেরিকে এপ্রিলে ৭৬৭০ ডলার ও ট্রাম্পের সফরের আগে ৭০ হাজার ডলার দেওয়া হয়েছিল। এর আগে কোনও প্রেসিডেন্ট নিজ্স্ব সম্পত্তিকে সরকারি কাজে ব্যবহার করেননি। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তাঁর ব্যবসা ছাড়েননি। তা চালাচ্ছে তাঁর দুই ছেলে। ফ্লোরিডা, নিউ জার্সি আর ভার্জিনিয়ায় নিজের রিসর্টে ট্রাম্প প্রায়ই গলফ খেলতে যান। তাঁর পার্টির সভাও হয় ট্রাম্পের নিজের মালিকানার ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে। প্রেসিডেন্ট হওয়ার পর টার্নবেরির ডিরেকটর পদ ছাড়লেও মালিকানা ছাড়েননি তিনি। গতবছর এই সম্পত্তি থেকে তিনি ২ কোটি ৪০ লাখ ডলার আয় করেছেন। তবে তাঁর ছেলে এরিক আর ডোনাল্ড জুনিয়র দাবি করেছেন,মার্কিন সরকার থেকে তাঁরা কেবল খরচটুকুই নেন, কোনও লাভ করেন না।
Be the first to comment