মাঠে নামতে এখনও অনেক দেরি কিন্তু এর মধ্যেই ট্রান্সফার ফি-র অর্ধেকই তুলে নিল জুভেন্তাস

Spread the love

রিয়ালের হয়ে দীর্ঘ নয় বছরের ক্যারিয়ারের ইতি টেনে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে চার বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনাল্ডো। তাঁর মাঠে নামতে এখনও অনেক দেরি। কিন্তু এর মধ্যেই ট্রান্সফার ফি-র অর্ধেকই তুলে ফেলেছে জুভেন্তাস। আর তা শুধু জার্সি বিক্রি করে। সাদা জার্সিতে কালো অক্ষরে লেখা ৭। ওপরে লেখা রোনাল্ডো। এই জার্সিই ঝড় তুলেছে জুভেন্তাস সমর্থকদের মধ্যে। প্রথমদিনেই বিক্রি হয়েছে মোট ৫ লাখ ২০ হাজার জার্সি। ইতালিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছে, ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক অ্যাডিডাস নিজের স্টোর থেকে এক ঘণ্টার মধ্যে বিক্রি করেছে ২০ হাজার জার্সি। অনলাইনে বিক্রি হয়েছে প্রায় ৫ লাখ জার্সি। যা জুভেন্তাস ক্লাবের আয় বাড়িয়েছে বিপুল ভাবে। ২০১৬ সালে জুভেন্তাস মোট ৮ লাখ ৫০ হাজার জার্সি বিক্রি করেছিল।

মনে করা হচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যাওয়া যাবে এবার। দুই ধরনের জার্সি বিক্রি হচ্ছে। একটা বিক্রি হচ্ছে ১০৪ ইউরোয়। আর একধরনের জার্সি বিক্রি হচ্ছে ৪৫ ইউরোয়। সরকারি পোর্টাল থেকে জার্সি বিক্রির প্রথম দিনেই জুভেন্তাস আয় করেছে ৫ কোটি ৪০ লাখ ইউরো। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৩২ কোটি টাকা। রোনাল্ডোকে নেওয়ার জন্য ১০ কোটি ইউরো ট্রান্সফার ফি দিতে সম্মত হয়েছে জুভেন্তাস। অর্থাৎ, এই ট্রান্সফার ফি-র অর্ধেকের বেশিই উঠে গিয়েছে ক্লাবের। ট্রান্সফার ফি ছাড়া চার বছর ধরে রোনাল্ডোকে মোট ১২০ কোটি ইউরো দিতে হবে।তাছাড়া ফিফার নিয়ম অনুসারে আরও ১ কোটি ২০ লাখ ইউরো খরচা করতে হবে ক্লাবকে। সব মিলিয়ে তাই চার বছরে রোনাল্ডোর জন্য খরচ হবে ২৩ কোটি ২০ লক্ষ ইউরো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*