উল্লেখ্য বুধবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন তেলুগু দেশম পার্টির আনা অনাস্থা প্রস্তাব গ্রহণ করেছেন স্পিকার সুমিত্রা মহাজন। শুক্রবার এই প্রস্তাবের উপর আলোচনা ও ভোটাভুটি হবে বলে তিনি নোটিশও দিয়েছেন। আর অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির পরদিন অর্থাৎ ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। সেকারনেই ভোটাভুটির দিন পিছিয়ে দেওয়ার জন্য স্পিকার সুমিত্রা মহাজনের কাছে আবেদনও জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে সেই আবেদন গৃহীত হয়নি বলে খবর। সেই প্রসঙ্গেই তৃণমূল নেত্রী বলেন, আমরা অনুরোধ করেছিলাম যাতে ওইদিন ভোটাভুটি না হয়, কারণ ২১ জুলাই আমাদের সভা রয়েছে। তবুও শুক্রবার অনাস্থার দিন ঠিক করা হয়েছে। যাই হোক বৃহত্তর এবং বিরোধী জোটের স্বার্থে আমরা অনাস্থায় অংশগ্রহণ করব। আমাদের সব সাংসদরা ওইদিন সংসদে হাজির থাকবেন।
Be the first to comment