নির্মীয়মান দুটি বাড়ি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে দিল্লির গ্রেটার নয়ডার শাহ বেরি গ্রামের ঘটনা। মনে করা হচ্ছে ধ্বংসস্তূপে আটকে রয়েছে আরও ৫০ জন। প্রত্যক্ষগর্শীরা জানান. একটি নির্মীয়মান ৬ তলা বাড়ি ভেঙে আরেকটি বাড়ির উপর পড়লে এই দুর্ঘটনা ঘটে। নিম্নমানের মালমশলা দিয়ে বাড়িটি তৈরি এবং নির্মাণের সময় কোনও নিয়ম মানা হয়নি বলেই এই ঘটনা, মনে করা হচ্ছে এমনটাই। ওই বাড়িটিতে যাঁরা ফ্ল্যাট কিনেছেন, তাদের ক্রোধ ফেটে পড়েছে। তাঁরা তাঁদের টাকা ফেরত চাইছেন, প্রোমোটারের কঠিন শাস্তির দাবি করছেন। এই বাড়ি প্ল্যান পাস করেছেন যেসব সরকারি অফিসার তাদের বিরুদ্ধেও শাস্তির দাবি তুলছেন তাঁরা। ইতিমধ্যেই পুলিশ জমির মালিক গঙ্গাশরণ দ্বিবেদী, দালাল কাসিম এবং আরও একজনকে গ্রেফতার করেছে। দায়ের হয়েছে এফআইআর। চলছে উদ্ধার কাজ। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা বাড়বে।
Be the first to comment