প্রতিরক্ষা খাতে খরচ কমাতে ক্যান্টনমেন্ট তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে

Spread the love

প্রতিরক্ষা খাতে খরচ কমাতে ক্যান্টনমেন্ট তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে। বর্তমানে গোটা দেশে ক্যান্টমেন্টের সংখ্যা প্রায় ৬২টি। রক্ষণাবেক্ষণের জন্যে বার্ষিক খরচ হয় গড়ে প্রায় ৪৭৬ কোটি টাকা। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মত, ক্যান্টনমেন্টগুলি দেখভালের অর্থ সাশ্রয় হলে, দেশের প্রতিরক্ষা বাজেটের উপর চাপ কমবে। সেজন্য প্রতিরক্ষা মন্ত্রকের কাছে তাঁদের পরামর্শ, ক্যান্টনমেন্টের ভিতরের সামরিক জায়গাগুলিকে ‘বিশেষ সামরিক স্টেশনে’ পরিণত করা যেতে পারে। সেখানে সেনাবাহিনীর একক কর্তৃত্ব থাকবে। আর অসামরিক জায়গাগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে স্থানীয় মিউনিসিপ্যাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া যেতে পারে। সূত্রের খবর, সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত এরইমধ্যে বিষয়টি নিয়ে খতিয়ে দেখার আদেশ দিয়েছেন। যার কাজ সেপ্টেম্বরে শেষ হবে। পরিসংখ্যান বলছে, প্রতিরক্ষামন্ত্রকের হাতে জমির পরিমাণ ১৭.৩ লক্ষ একর। এর মধ্যে ২ লাখ একর জমি রয়েছে ১৯টি রাজ্যের ৬২টি ক্যান্টনমেন্টের মধ্যে। এছাড়াও নাগরিক পরিষেবাও নিয়েও ক্ষোভ রয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে বসবাসকারীদের। অভিযোগ, প্রায়ই বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত হন তাঁরা। কারণ তারা আনুষ্ঠানিকভাবে পুরসভার সীমার অধীনে পড়েন না। সবমিলিয়ে খরচ ও জটিলতা কাটাতে ক্যান্টনমেন্টে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*