২৫০ মিটার গভীর খাদে পড়ে গেল বাস, উত্তরাখন্ডে দুর্ঘটনায় কমপক্ষে মৃত ১১

Spread the love
২০-২৩ জুলাই মৎস্যজীবীদের সমুদ্রে নিষেধাজ্ঞা ৷ ওড়িশার নিম্নচাপ সরে মধ্যপ্রদেশে অবস্থান করেছে ৷ রাজস্থান থেকে মৌসুমি অক্ষরেখা দিঘা পর্যন্ত বিস্তৃত ৷ নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ৷ মাঝারি বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৷
উত্তরাখন্ডের হৃষিকেশ-গঙ্গোত্রী হাইওয়েতে বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১১ যাত্রীর ৷ আহত হয়েছেন আরও ৯ জন ৷ খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে বাসটি হাইওয়ে থেকে খাদে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই মৃতু হয় এই ১০ জনের ৷ বাসটি উত্তরকাশি থেকে হরিদ্বারের দিকে যাচ্ছিল ৷ ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ৷
পুলিশ জানিয়েছে, উত্তরকাশি থেকে হরিদ্বারের দিকে যাচ্ছিল বাসটি ৷ অনুমান করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি হাইওয়ে থেকে ২৫০ মিটার গভীর খাদে পড়ে যায় ৷
অন্যদিকে, দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ৷ বাস দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ৷ আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*