সরকারি সাহায্যে সিসিইউ বা ক্রিটিকাল কেয়ার ইউনিটের পরিষেবা-সহ অ্যাম্বুল্যান্স পরিষেবা পাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ। রাজ্য সরকারের তরফে দেওয়া এই অ্যাম্বুল্যান্সটির দেখভাল ও পরিচালনার দায়িত্বে খোদ পুলিশ প্রশাসন। অ্যাম্বুল্যান্সে লাইফ সাপোর্ট দেওয়ার জন্য দশজন সিভিক ভলান্টিয়ারকে বালুরঘাট হাসপাতালে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে কলকাতা অথবা দূরে কোনও হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য সরকার। দেওয়া হয়েছে দু’টি অ্যাম্বুল্যান্স। যার মধ্যে একটি অ্যাম্বুল্যান্সে রয়েছে সিসিইউ বা ক্রিটিকাল কেয়ার ইউনিট। মরণাপন্ন রোগীদের হাসপাতালে নিয়ে যেতে এই অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স বিশেষ সুবিধা দেবে। সরকার থেকে দেওয়া সিসিইউ অ্যাম্বুল্যান্সের তত্ত্বাবধানে জেলা পুলিশ। কোনও রোগীর এই অ্যাম্বুল্যান্স প্রয়োজন হলে হাসপাতাল থেকে পুলিশে যোগাযোগ করা হবে। এরপরই সুবিধা পাবেন রোগীরা। বিনামূল্যেই অ্যাম্বুল্যান্সের সুবিধা পাবেন দক্ষিণ দিনাজপুরের মানুষ। অ্যাম্বুল্যান্সে লাইফ সাপোর্ট দেওয়ার জন্য বালুরঘাট জেলা হাসপাতাল থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সিভিক ভলান্টিয়ারদেরও।
Be the first to comment