পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আগামী ২৪শে জুলাই সংসদের সামনে অবস্থান-বিক্ষোভ বামফ্রন্টের

Spread the love
বৃহস্পতিবার বামফ্রন্টের শরিকদলসহ সি পি ‌আই এম এল (লিবারেশন)-র এক সভায় দিল্লি থেকে ৫টি বামপন্থী রাজনৈতিক দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে আগামী ২৪শে জুলাই সংসদের সামনে অবস্থান-বিক্ষোভের যে কর্মসূচী নেওয়া হয়েছে, তাতে পশ্চিমবঙ্গ থেকে প্রতীকী অংশগ্রহণের সিদ্ধান্ত হয়। আরো সিদ্ধান্ত হয়েছে, একইদিনে পশ্চিমবাংলার সব জেলা সদরেও দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত অবস্থান-বিক্ষোভ প্রচার কর্মসূচী হবে। কলকাতা জেলা ও হাওড়া জেলা বামফ্রন্টের পক্ষ থেকে শিয়ালদহ স্টেশন ও হাওড়া স্টেশনের সামনে ওইদিন ৩ঘন্টা ধরে বামপন্থীদের প্রচার চলবে। কেন্দ্রীয়ভাবে ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার হরণ ও শিক্ষায় গণতন্ত্র হত্যার প্রতিবাদে শিক্ষানুরাগী মানুষজনকে যুক্ত করে বিধাননগরে বিকাশ ভবনের সামনে ওই একই সময়ে অবস্থান-বিক্ষোভ কর্মসূচী পালিত হবে। 
মেডিকেল কলেজের ছাত্রদের কতগুলি যুক্তিপূর্ণ দাবিতে প্রাথমিক আন্দোলন-সংগ্রামের পর এখন ছাত্ররা দাবি আদায়ের জন্য ২০০ঘন্টার ওপরে অনশন করছেন। অদ্ভূতভাবে শিক্ষা প্রশাসন অমানবিকভাবে ছাত্রদের দাবির বিষয়টি অবজ্ঞার দৃষ্টিতে দেখছে। বামপন্থী দলগুলির এই সভা প্রশাসনের এই ছাত্রস্বার্থবিরোধী দৃষ্টিভঙ্গির তীব্র নিন্দা করছে এবং অবিলম্বে আলোচনার মাধ্যমে মীমাংসা করার দাবি জানাচ্ছে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*