শুক্রবার ট্রাক ধর্মঘটে সাধারণ জনজীবন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা। গোটা দেশেই এই ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস। সমর্থন করেছে মুম্বই বাস মালিক সংগঠন। দুধ, কাঁচা সবজি, ওষুধ ছাড়া মাল পরিবহণ বন্ধ থাকবে বলে জানিয়েছে তারা। ডিজেলের মূল্যবৃদ্ধি, জিএসটি, অনিয়ন্ত্রিত টোল ট্যাক্স, ই-ওয়ে বিলের মতো একাধিক ইস্যুতে এই ধর্মঘট। ডিজেলের দরকে জিএসটিতে আনার দাবিতে দীর্ঘদিন ধরেই ট্রাকমালিকরা দাবি জানিয়ে আসছেন। টোল তুলে দেওয়ার দাবিও করছেন তাঁরা। টিডিএস তুলে দেওয়ার দাবিও রয়েছে তাঁদের। কমকরেও ৯৩ লক্ষ ট্রাক শুক্রবার চলবে না বলে মনে করা হচ্ছে। রোজ ৩৩ লাখ ট্রাক চলাচল করে শহরগুলির মধ্যে।
Be the first to comment