মোদির চার্টার্ড প্লেন, তার রক্ষণাবেক্ষণ এবং হটলাইন সুবিধার পিছনে খরচ হয়েছে ১ হাজার ৪৮৪ কোটি টাকা!

Spread the love

২০১৪ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮৪টি দেশে গিয়েছেন। তাঁর চার্টার্ড প্লেন, তার রক্ষণাবেক্ষণ এবং হটলাইন সুবিধার পিছনে খরচ হয়েছে ১ হাজার ৪৮৪ কোটি টাকা! এই তথ্য সরকারেরই। বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং রাজ্যসভায় এই হিসেব দিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০১৪ সালের ১৫ জুন থেকে ২০১৮ সালের ১০ জুন পর্যন্ত সবমিলিয়ে ১ হাজার ৮৮ কোটি টাকা খরচ হয়েছে শুধু প্রধানমন্ত্রীর বিমানের দেখভালের জন্য। ৩৮৭ কোটি ২৬ লক্ষ গিয়েছে বিমান ভাড়ায়। হটলাইনে খরচ হয়েছে ৯ কোটি ১২ লাখ টাকা। প্রধানমন্ত্রী হওয়ার পর মোজি ৮৪টি দেশে ৪২ বার সফর করেছেন। এই সরকারি হিসেবে ২০১৭ থেকে ২০১৯ সালে হটলাইনে কত খরচ হয়েছে তার উল্লেখ নেই। ২০১৮-২০১৯ সালে বিমান চার্টার করতে কত খরচ হয়েছে, নেই তারও হিসেব। সবথেকে বেশি ২৪টি দেশ ভ্রমণ করেছেন মোদি ২০১৫-২০১৬ সালে। ২০১৭-২০১৮ সালে ১৯ বার এবং ২০১৬-২০১৭ সালে ১৮ বার বিদেশে গিয়েছেন তিনি। বিমান ভাড়ায় সবথেকে বেশি খরচ হয়েছে ২০১৫-২০১৬ সালে, ১১৭ কোটি টাকা। ভি কে সিংয়ের দাবি, এই ভ্রমণের ফলে ভারতের সঙ্গীদের সঙ্গে সহযোগিতা বেড়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*