ভারী বৃষ্টির পূর্বাভাস মাথায় নিয়েই শনিবারের জন্য তৈরি হচ্ছে ধর্মতলা। ইতিমধ্যেই শহিদ দিবসের সমাবেশের জন্য শহরে ভিড় জমাতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। তাদের মিলন মেলা প্রাঙ্গনে এবং গীতাঞ্জলি স্টেডিয়ামে রাখা হয়েছে। সেখানে খাওয়া এবং থাকার আয়োজন হয়েছে তাদের জন্য। শহরে ভিড় নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিস। ভোরবেলা থেকেই শহরে পণ্যবাহী যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। ভিড় সামলাতে শহরের রাজপথে একাধিক জায়গায় বন্ধ করে দেওয়া হচ্ছে পার্কিং। ভিক্টোরিয়া এবং তার আশেপাশে জায়গায় প্রতিদিনের মত পার্কিং করা যাবে না। এছাড়া হসপিটাল রোড, ক্যাথিড্রাল রোড, লাভার্স লেনও পার্কিং একেবারে বন্ধ থাকবে। শনিবার সকাল থেকেই সেন্ট্রাল অ্যাভিনিউ, লেনিন সরণি, এসপ্ল্যানেড চত্ত্বরে গাড়ি চলাচল একেবারেই বন্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে এদিন একাধিক মেট্রো স্টেশনে সকাল ১০টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত মোট ৩৫০ জন আরপিএফ এবং কমান্ডো মোতায়েন থাকবে। তিনজন মহিলা অফিসার এবং ১০ জন মহিলা কনস্টেবল বিভিন্ন স্টেশনে থাকবেন। নিরাপত্তার স্বার্থে ডগ স্কোয়াড মোতায়েন থাকবে মেট্রো স্টেশনে। ১৪টি গুরুত্বপূর্ণ মেট্রো ট্রেশনে নজরদারি চালাবে ডগ স্কোয়াড।
Be the first to comment