টাকার দাম করার রেকর্ড হল শুক্রবার। টাকার দাম কমে হয়েছে ৬৯ টাকা ১৩ পয়সা। এর আগে গত ২৮ জুন টাকার দাম পড়ে হয়েছিল ৬৯ টাকা ১০ পয়সা। সেটাই ছিল এতদিনের রেকর্ড। বৃহস্পতিবার থেকেই পতন অব্যাহত ছিল। সেদিন টাকার দাম হয় ৬৯ টাকা ৫ পয়সা। ব্যবসায়ীরা ভেবেছিলেন, রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্ক হস্তক্ষেপ করবে। সেজন্য তারা অভ্যন্তরীণ বাজারের ওপর কড়া নজর রেকে চলছিলেন। এবার চিনা মুদ্রা ইউয়ানের দুর্বলতাই এর কারণ বলে মনে করা হচ্ছে। এর আগেরবার মার্কিন ডলারের জন্য হুড়োহুড়িতে টাকার দাম কমেছিল। কারণ ব্যবসায়ীরা মনে করেছিলেন, টাকার দাম আর কমতে চলেছে। শুক্রবার বাজার খুলতেই টাকার দাম পড়তে থাকে। ডলারের তুলনায় ইউয়ানের দর .২৮ শতাংশ কমে যায়। অন্যদিকে, ডলারের দর ওঠে এক বছরের মধ্যে সবথেকে বেশি
Be the first to comment