রিপোর্টার- (সুভাষ মজুমদার)
১লা জুলাই থেকে কৃষাণ দিবস পালন শুরু করেছে ব্যাংক অফ ইন্ডিয়া।ভারতের প্রত্যেক টি শাখাই কৃষাণ মাস হিসাবে পালিত করছে জুলাই মাস টিকে। তারকেশ্বর শাখাও ১জুলাই থেকে শুরু করেছে কৃষাণ দিবস, সেই উপলক্ষে এলাকার কৃষকদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে পালিত হলো কিষাণ দিবস।
চাষীদের কৃষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজেই মিলবে লোন , এবং চাষীদের পাশের থাকার বার্তা দেওয়া হয় এই অনুষ্ঠান থেকে।সামনেই আমন চাষের মরসুম তাই ক্ষুদ্রু , মাঝারি এবং বড় সমস্ত চাষীকেই সুবিধা দেবে ব্যংক অফ ইন্ডিয়া।ইতি মধ্যেই এলাকার একশো ত্রিশ জন চাষী কে লোন দেওয়া হয়ে গেছে।এবং আজকের অনুষ্ঠান থেকে আরো পঞ্চাশ জন চাষী কে লোন তুলে দেন শাখা প্রবন্ধক পার্থপ্রতিম রায়চৌধুরী ৷ এলাকার বহু চাষী যোগ দেন এই অনুষ্ঠানে।
Be the first to comment