শহিদ দিবসে শহর জুড়ে যানজটের আশঙ্কা। আগাম সতর্কবার্তা লালবাজারের। শহরের একাধিক বড় ক্রসিং থেকে বেরোবে মিছিল। সভা ভাঙার পরও থাকবে যানজট। লালবাজার ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, আগামীকাল ধর্মতলা এলাকা এড়িয়ে চলাই ভালো। সাধারণ মানুষকে হাতে সময় নিয়ে বেরোনোর অনুরোধ করেছে লালবাজার। আজ লালবাজারের পক্ষ থেকে জানানো হল মিছিলের রুটম্যাপ।
শ্যামবাজার পাঁচমাথা থেকে বিধান সরণি হয়ে কলেজ স্ট্রিট। সেখান থেকে NC স্ট্রিট হয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউ। তারপর CR অ্যাভিনিউ থেকে সভাস্থানে পৌঁছাবে কয়েকটি মিছিল। হাজরা ক্রসিং থেকে SPM রোড হয়ে ATM রোড। সেখান থেকে জওহরলাল নেহরু রোড হয়ে কিছু মিছিল আসবে।
হাওড়া ব্রিজ হয়ে পালসিট রোড ও কুটচা রোড থেকে আসবে মিছিল। লালবাজারের নির্দেশ মতো সেই মিছিল রেড রোড, মেয়ো রোড হয়ে জওহরলাল নেহরু রোড থেকে ধর্মতলা পৌঁছাবে।
শিয়ালদা স্টেশন থেকে AJC বোস ধরে মৌলালি ক্রসিংয়ে আসবে কিছু মিছিল। SN ব্যানার্জি রোড ভায়া বেন্টিং স্ট্রিট হয়ে মিছিল পৌঁছাবে ধর্মতলা চত্বরে। বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে জওহরলাল নেহরু রোড ধরে বেন্টিং স্ট্রিট হয়ে ধর্মতলা আসবে কিছু মিছিল। মিলন মেলা থেকে পার্ক সার্কাস হয়ে ডন বস্কো অ্যাভিনিউ ধরে মিছিল আসবে ফিলিপন্স আইল্যান্ডের দিকে। মৌলালি SN ব্যানার্জি রোড ধরে ডোরিনা ক্রসিং হয়ে ধর্মতলা আসবে এই রুটের মিছিল। গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে গাড়ি করে হাজরা। হাজরা মোড় থেকে তৃণমূল সমর্থকরা মিছিল করে ধর্মতলা আসবেন।
AJC বোস রোড, ভিক্টোরিয়া মেমোরিয়াল সংযোগস্থল, হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড়, হসপিটাল রোড,কুইন্স ওয়ে, কসারিন অ্যাভিনিউ, লার্ভাস লেন- এসব জায়গায় গাড়ি পার্কিং করা যাবে না। লালবাজার থেকে জানানো হয়েছে, ট্র্যাফিক নিয়ন্ত্রণ করতে গাড়িগুলি মেইন রোড থেকে ছোট রাস্তা, সরণি, গলিতে ডাইভার্ট করা হতে পারে। সম্ভব হলে বাইপাস ও স্ট্যান্ড রোড ব্যবহার করতে অনুরোধ করেছে লালবাজার। পার্ক সার্কাস ও সার্কুলার রোড ব্যবহার করতে পারে সাধারণ যাত্রীরা। গাড়ি চলবে ঢিমেতালে। হাওড়া যাওয়ার জন্য লঞ্চ সার্ভিস ব্যবহার করতে পারেন নিত্যযাত্রীরা।
Be the first to comment