ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। চড়চড় করে বাড়ছে উষ্ণতার পারদ। তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি বেশি। আদ্রতার পরিমাণও স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। সব মিলিয়ে শহরজুড়ে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। এবং আগামী ৪৮ ঘণ্টায় শক্তি বাড়াবে নিম্নচাপটি।
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে আগামীকাল ২১ জুলাই। তৃণমূল কংগ্রেস পালন করবে শহিদ দিবস। আর আগামীকাল থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস। কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগাম কোনও সতর্কতা না দিলেও আবহাওয়া অফিস জানিয়েছে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ,২ মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে।
চলতি গরম থেকে এই বৃষ্টি কিছুটা স্বস্তি দেবে। আগামী তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উপকূলের জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে ২১ শে জুলাই অর্থাৎ আগামীকাল মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা ভারী বৃষ্টি হতে পারে। ধারাবাহিকভাবে প্রতি বছরই ২১ শে জুলাই বৃষ্টি হয়। তবে, বর্তমানে মৌসুমি বায়ু দুর্বল। এবং বাষ্পে জলীয় পরিমাণ স্বাভাবিকের থেকে অনেক বেশি থাকায় গরমের মাত্রাও বেশি। এই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে ঘুরে দাঁড়াতে পারে বর্ষা।
Be the first to comment