আবারও ওঝার ঝাড়ফুকের অন্ধঃবিশ্বাস কেড়ে নিয়েছে একটি শিশুর প্রাণ ৷ মৃত্যু হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রীর ৷ সাপে কামড়ানো বাচ্চা মেয়েটিকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ওঝার শরণাপন্ন হয়েছিলেন পরিবারের লোকেরা ৷ তবে এ যাত্রায় শেষরক্ষা হলনা ৷ উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ভবানিপুরের ঘটনা ৷ ঘুমের মধ্যেই শিশুটিকে সাপে কামড়ে ছিল , ডাক্তারের কাছে না নিয়ে সম্পাকে স্থানিয় ওঝা বিষ্টু কর্মকারের কাছে নিয়ে যায় তার বাবা মা , ওঝা দীর্ঘ দু’ঘণ্টা ধরে শিশুটিকে ঝাড়ফুক করে ও বিভিন্ন গাছের শিকড় খাওয়ানো হয়েছিল ৷ ওই ওঝা আশ্বস্ত করেছিলেন যে শিশুটির কোন সমস্যা হবেনা ৷ সেই মত শিশুটিকে বাড়িতে নিয়ে এসেছিলেন বাবা-মা, কিন্তু ধীরে ধীরে মেয়ে ঝিমিয়ে পড়তে দেখে অসুস্থ মেয়েকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল পরিবার কিন্তু ডাক্তারি পরীক্ষার পর ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়েছে ৷
Be the first to comment