রাহুল গান্ধির লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর ভাষণের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলিঙ্গনে খুশি নন স্পিকার সুমিত্রা মহাজন। এমন আচরণ সংসদে চলতে পারে না বলে তাঁর অভিমত। তিনি বলেছেন, ‘‘যেভাবে রাহুল আলিঙ্গন করেছেন, তা ঠিক হয়নি। সভার একটা রীতি বা নিয়ম, ডেকোরাম আছে। প্রধানমন্ত্রী যখন সভায় বসে রয়েছেন, তখন তিনি ব্যক্তি নরেন্দ্র মোদি নন, দেশের প্রধানমন্ত্রী।’’
পাশাপাশি রাহুল যে ভাষায় মোদীকে এদিন নানা ইস্যুতে বিঁধেছেন, তার সমালোচনায় সরব হয়েছেন শাসক দলের নেতারাও। এ প্রসঙ্গে বলতে গিয়ে সুমিত্রা মহাজন আরও বলেন, ‘‘রাহুলজি আমার ছেলের মতো ৷ আর মায়ের কাজ হল সন্তানদের ভুলটা শুধরে দেওয়া ৷’’কংগ্রেসের একাংশ অবশ্য সুমিত্রা মহাজনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করছেন। তাদের অভিযোগ, অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছেন লোকসভার স্পিকার ৷
শুধু মোদীকে জড়িয়ে ধরাই নয়, রাহুল যখন নিজের আসনে ফিরে গিয়ে চোখ মারেন, সেটাও সভার মর্যাদার সঙ্গে মানানসই, সঙ্গতিপূর্ণ হয়নি বলে অভিমত জানিয়েছেন স্পিকার। প্রধানমন্ত্রী পদের সম্মান, সভার গরিমা আছে, তা মেনে চলা উচিত, বলেছেন তিনি।
Be the first to comment