বিজেপিকে জোর ধাক্কা দেওয়ার পর এখন রাহুল গান্ধির প্রশংসায় পঞ্চমুখ এনডিএ-র সবথেকে পুরনো সঙ্গী শিবসেনা। শুক্রবার অনাস্থা বিতর্কে শিবসেনা যোগ দেবে বলে একরকম নিশ্চিত ছিলেন বিজেপির নেতারা। দলের সভাপতি অমিত শাহ শিবসেনার উদ্ধব ঠাকরের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে দাবি কার হয়েছিল বিজেপির তরফে। কিন্তু অনাস্থা ভোটের পর শিবসেনা জানিয়ে দিয়েছে, অমিত শাহর সঙ্গে উদ্ধবের গত দুদিনে কোনও কথাই হয়নি। এটা ঠিকই বহুবার, এমনকী শুক্রবারও অমিত শাহ অন্তত পাঁচবার ফোন করেছিলেন। কিন্তু উদ্ধব একবারও ফোন ধরেননি। বিজেপিকে অপ্রস্তুত করে শিবসেনা অনাস্থা বিতর্ক বয়কট করে। বরং শিবসেনা নেতা সঞ্জয় রাউথ বলেছেন, রাহুল গান্ধি অনেক পরিণত হয়েছেন। তিনি এখন আর পাপ্পু নন। বলতে গেলে, গতবছর থেকেই বিভিন্ন ইস্যুতে রাহুলের পাশেই রয়েছে শিবসেনা। সঞ্জয়ের কথায়, রাহুলের আলিঙ্গন আসলে মোদির কাছ একটা ঝটকা।
Be the first to comment