চালু হয়েছে সবে এক সপ্তাহও হয়নি। এরমধ্যেই দুর্ঘটনার মুখে বাংলাশ্রী প্রকল্পের একটি বাস। শনিবার সকালে পুরাতন মালদার নারায়ণপুরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। সূত্রের খবর, কলকাতা থেকে জলপাইগুড়ি যাচ্ছিল ভলভো বাসটি। মালদার নারায়ণপুরের উলটো দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। তবে দুটিরই গতি কম থাকায়, দুর্ঘটনা মারাত্মক আকার নেয়নি। বিস্ময় কাটছে না বাস চালকেরও। তার বক্তব্য, দুর্ঘটনা ঘটল তা আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। বাসের গতি বেশি ছিল না। ট্রাক্টরটিও ধীর গতিতেই আসছিল। কিন্তু, সামনে এসে হঠাৎই ট্র্যাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাক্টরের চালক। সরাসরি এসে ধাক্কা মারে বাসে। সতর্ক থাকার জন্যে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। বাসের যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। এর জেরে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যানজট হয়। পরে পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Be the first to comment