মেদিনীপুর কলেজ মাঠে প্রধানমন্ত্রীর হাইভোল্টেজ সভা । অথচ, সেই সভাতেই ঘটে তুমুল বিশৃঙ্খলা । যথাযথ নিরাপত্তা ব্যবস্থার অভাবে দর্শকাসনের অস্থায়ী ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ৷ সেই ঘটনা নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মমতা বলেন, ‘বিজেপির প্যাণ্ডেল ভেঙে পড়েছে ৷ প্যাণ্ডেল গড়তে পারে না ৷ দেশ কী করে গড়বে ?’
২১ জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচির ২৫ বছর। তৃণমূলের শহিদ সমাবেশ ৷ কিন্তু এদিন শহিদ সমাবেশের মঞ্চ থেকেই ২০১৯ সালে দিল্লি দখলের বার্তা দিলেন মমতা ৷ ৷ ১৯জানুয়ারি ব্রিগেডের মঞ্চ থেকেই দিল্লি দখলের বার্তা দেবেন তিনি ৷ আর সেখানে উপস্থিত থাকবেন অন্যান্য রাজ্য়ের নেতারাও ৷
মেদিনীপুর কলেজ মাঠে বিজেপির সভায় উপচে পড়েছিল ভিড় ৷ সেই অনুষ্ঠানে বিরোধী দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু সেদিন প্রধানমন্ত্রীর ভাষণ শোনার থেকে দর্শকেরা অনেক বেশি উৎসাহী ছিলেন নরেন্দ্র মোদিকে একবার চোখে দেখার জন্য ৷ আর সেই নিয়েই শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা ৷ এই মঞ্চ ভাঙার দায় কার ? সেই নিয়েই বিজেপির অন্দরে শুরু হয় তুমুল কোন্দল ৷ অবশেষে, দিন দুয়েক আগে মামলা মোকদ্দমার পর সেই ছাউনি ভাঙার ঘটনায় দোষ স্বীকার করে বিজেপি ৷
Be the first to comment