দু’গালে আঁকা ঘাসফুল। টুপিতেও ঘাসফুলের ছবি। মাথা থেকে পা পর্যন্ত নিজেকে সাজিয়েছেন বিভিন্ন রংয়ে। তিনি লক্ষ্মীকান্ত কর্মকার। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সাইকেল চালিয়ে ধর্মতলায় এসেছেন তৃণমূলের শহিদ দিবসে যোগ দিতে।
গতকাল ঘাটালে নিজের বাড়ি থেকে সাইকেলে রওনা দিয়েছেন। আজ সকালে এসে পৌঁছেছেন সভায়। হাতে প্লাস্টিকের ঘাসফুল। মাথায় টুপি। কলকাতায় আসতে বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে। মুখোমুখি হয়েছেন অনেক বাধার। কিন্তু, সব বাধাকে সরিয়ে তিনি এসেছেন মমতার বন্দ্য়োপাধ্যায়ের সভায়।
যেখানে সবাই আসছেন বাস বা ট্রেনে করে সেখানে তিনি সাইকেলে। কেন ? এই প্রশ্ন করাতে তিনি বলেন, “আমি তৃণমূলকে মমতা দিদিকে খুব ভালোবাসি। দলকে ভালোবেসেই এই সাজ। আসন্ন লোকসভার আগে দিদি কী বার্তা দেন তা শুনতেই এই সাজ।”
Be the first to comment