দয়ার দাক্ষিণ্য নয়। লোকসভা নির্বাচনে সম্মান জনক আসন ভিক্ষা না করে, এনডিএ থেকে বেড়িয়ে আসুন। নীতীশকে পরামর্শ আপের। বিহারে আপের দায়িত্বে থাকা নেতা সঞ্জয় সিং এই পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, এনডিএতে জেডি(ইউ) প্রধানের অবস্থা অত্যন্ত করুণ। সেজন্য এনডিএতে থাকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, মোদি সবসময় নিজে প্রচারের মধ্যমণি হয়ে থাকতে চান। জোটশরিকদের প্রাপ্য সম্মান দেন না। আর বিহারের যে স্পেশ্যাল প্যাকেজের কথা বলা হচ্ছে সেটাও মিথ্যা। জাতীয় সড়কের জন্য বরাদ্দ অর্থ এবং এই ধরনের প্রকল্পগুলিকে ‘স্পেশাল প্যাকেজ’-এর সঙ্গে মিলিয়ে দেখানো হচ্ছে। তাই, এটা বিহারের ক্ষেত্রে ‘স্পেশাল প্যাকেজ’ নয়। এছাড়াও নোট বাতিলের সময় বিহারে জমি কেলেঙ্কারি নিয়েও সরব হন তিনি। তাই সময় থাকতে এনডিএ ছেড়ে বেড়িয়ে আসার পরামর্শ দেন নীতীশ কুমার কে।
Be the first to comment