কয়েক মাসের প্রতীক্ষা শেষে অবশেষে ঘোষিত রেলের নিয়োগ পরীক্ষার দিন ৷ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশয়ানের শূন্য পদে কর্মী নিয়োগের জন্য ভারতীয় রেল পরীক্ষার আয়োজন করেছে আগামী ৯ অগাস্ট ৷ রেলের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ৯০ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তিতে চাকরির জন্য জমা পড়েছে প্রায় ২ কোটির বেশি আবেদনপত্র ৷ বিশ্বের সবচেয়ে বড় কর্মী নিয়োগ প্রক্রিয়া মাস কয়েক আগেই শুরু করে ভারতীয় রেল ৷
উল্লেখ্য, এই প্রথম কম্পিউটারের মাধ্যমে অর্থাৎ অনলাইনে পরীক্ষা নেবে ভারতীয় রেল ৷ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশয়ানের ২৬,৫০২ টি শূন্যপদে আবেদন পত্র জমা পড়েছে ৪৭.৫৬ লক্ষ ৷
নোটিস দিয়ে রেলের তরফে জানানো হয়েছে, রেলের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা নিজেদের পরীক্ষাকেন্দ্রের বিস্তারিত তথ্য ও পরীক্ষার সময় জেনে নিতে পারবেন ৷ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটেই মিলবে অ্যাডমিট কার্ড ৷ পরীক্ষার চারদিন আগে পরীক্ষার্থীরা নিজেদের ই-কললেটার ডাউনলোড করে নিতে পারবেন ৷ তফশিলী জাতি-উপজাতি ও সংরক্ষিত শ্রেণীপ পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য বিনামূল্যে যাতায়াতের পাশও ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবেন।
তবে রেলের তরফে পরীক্ষার্থীদের ভুয়ো কোনও দালাল চক্রের ফাঁদে পা না দেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে ৷ একইসঙ্গে যেকোনও সহায়তা বা অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য ভারতীয় রেলের সরকারি ওয়েবসাইটেই নজর রাখতে বলা হয়েছে ৷ কারণ- সোশ্যাল মিডিয়ায় রেলের নিয়োগ পরীক্ষা নিয়ে প্রচুর ভুয়ো লিঙ্ক ছড়িয়ে পড়েছে ৷
প্রথমবার অনলাইনে পরীক্ষা, তাই নমুনাপত্র দেখে পরীক্ষার্থীদের প্রস্তুতির সুযোগ দিতে ভারতীয় রেল নিজেদের ওয়েবসাইটে ২৬ জুলাই একটি মক লিঙ্ক লঞ্চ করবে বলে জানিয়েছে ৷ ৭৫টি মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাধারণ পরীক্ষার্থীরা মোট সময় পাবেন এক ঘণ্টা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য পরীক্ষার জন্য নির্ধারিত সময় ৮০ মিনিট ৷ প্রতিটি ভুল উত্তরের জন্য থাকবে নেগেটিভ মার্কিংও ৷
Be the first to comment