সোমবার দেশের ৪ শহরে ফের কমল পেট্রোল-ডিজেলের দাম

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100
Spread the love
পেট্রোল, ডিজেলের উর্ধ্বগতিতে ফের লাগাম। সোমবার দেশের ৪ শহরে ফের কমল পেট্রোল-ডিজেলের দাম। ইন্ডিয়ান অয়েল করপোরেশনের ওয়েবসাইট অনু‌যায়ী এনি্যে টানা পাঁচদিন চার শহরে কমল তেলের দাম। দেশের অন্যান্য শহরে এনিয়ে দাম কম হল টানা ৪ দিন।
সোমবার রাজধানীতে লিটারপিছু পেট্রোলের দাম হল ৭৬.৩০ টাকা। রবিবাব এই দাম ছিল ৭৬.৩৭ টাকা প্রতি লিটার। কলকাতায় এই দাম হল ৭৯.১৫ টাকা, রবিবার ছিল ৭৯.২০ টাকা। ৮৩.৭৫ টাকা প্রতি লিটার দাম হল মুম্বইয়ে ও চেন্নাইয়ে এই দাম হল ৭৯.২৫ টাকা প্রতি লিটার।
অন্যদিকে, দিল্লিতে ডিজেলের দাম লিটারপিছু হল ৬৭.৮৯ টাকা। কলকাতায় এই দাম ৭০.৫৬ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে ডিজেলের নতুন দাম হল ৭২.০৭ টাকা প্রতি লিটার। চেন্নাইয়ে এই দাম হল ৭১.৭০ টাকা প্রতি লিটার। তেলের উৎপাদন বাড়ানোর কারণে কয়েকদিন ধরেই পেট্রোল-ডিজেলের দাম কমছে আন্তর্জাতিক বাজারে। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, অপরিশোধিত তেলের দাম আরও কমতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*