নভেম্বর মাসের ২৬ তারিখে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মিস ইউনিভার্স প্রতি্যোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে অভিনব এক পোশাকে আসবেন মালয়েশীয় ২২ বৎসরের সুন্দরী সামান্থা কেটি জেমস। দেশটির জাতীয় খাবারের ওপর ভিত্তি করে এই বিশেষ গাউনটি তৈরি করা হয়েছে। মালয়েশিয়ার সুন্দরী প্রতিযোগিতার উদ্যোক্তারা এ সপ্তাহে সেই গাউনটি জনসমক্ষে প্রকাশ করেছেন।
মিস ইউনিভার্স ফাইনালে ‘জাতীয় পোশাক’ বিভাগে সুন্দরী সামান্থা কেটি জেমস এই পোশাক পড়ে প্রতিযোগিতার মঞ্চে উঠবেন। পোশাকটি তৈরি হয়েছে মালয়েশিয়ার জাতীয় খাবার ‘নাসি লেমাকে’র রেসিপি অনুসরণ করে। এই পোশাকটির পেছনে যার মাথা রয়েছে তিনি হলেন ফ্যাশন ডিজাইনার ব্রায়ান খু। খু জানিয়েছেন পোশাকের মধ্যদিয়ে কলা পাতায় মোড়ানো ভাতের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে অবশ্য মোড়ানো কলা পাতা উন্মুক্ত অবস্থায় দেখা যাচ্ছে। গায়ের পোশাকটি এখানে ভাত আকৃতি। কলা পাতার মাঝখানে ভাতের উপর কসুমযুক্ত একটি ডিম পোজ রাখা হয়েছে।
বিশেষ এ পোশাক তৈরি করতে চারশো ঘণ্টার বেশি সময় লেগেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
Be the first to comment