আজকের দিন

Spread the love
বাল গঙ্গাধর তিলক
জন্মঃ ২৩ জুলাই ১৮৫৬ – ১ আগস্ট ১৯২০
তাঁর জন্ম নাম কেশভ গঙ্গাধার তিলক একজন ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা কর্মী ছিলেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা ছিলেন। ব্রিটিশ কতৃপক্ষ তাকে ভারতীয় অস্থিরতার পিতা বলতেন। তাকে আরও সন্মানসুচক লোকমান্য  বলা হত, যার অর্থ “জনগণ দ্বারা গৃহীত (নেতা হিসাবে)।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
চন্দ্রশেখর আজাদ
জন্মঃ ২৩শে জুলাই, ১৯০৬- ২৭শে ফেব্রুয়ারি, ১৯৩১
তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের  একজন বিপ্লবী ছিলেন। আরেক বিপ্লবী ভগৎ সিংয়ের  আদর্শিক গুরু হিসেবে চন্দ্রশেখর আজাদের পরিচয় আছে।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
হিমেশ রেশমিয়া 
জন্মঃ জুলাই ২৩, ১৯৭৩ 
তিনি এক জন ভারতীয় সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী, অভিনেতা, টেলিভিশন প্রযোজক, গীতিকার, চলচ্চিত্র প্রযোজক।
সঙ্গীত পরিচালক হিসেবে হিমেশেরর সবচেয়ে বড়ো সাফল্য আসে ২০০৩ সালে তেরে নাম সিনেমার মাধ্যমে। এছাড়াও সালমান খানের সাথে প্রেম রতন ধন পায়ো, বডিগার্ড ও অন্যান্য ছবিগুলোর সঙ্গীত ও সমান ভাবে বিখ্যাত হয়েছে।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*