গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে নিম্নচাপের অবস্থান এখন বিহার ও ঝাড়খন্ডের উপর। নিম্নচাপ শক্তি হারালেও আজও দক্ষিণবঙ্গের চার জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদেও হতে পারে বেশ কয়েক পশলা ভারী বৃষ্টি।
অন্যদিকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামী দু’দিন চলবে বৃষ্টি উত্তরের জেলাগুলিতে। সমুদ্রে ঝোড়ো হাওয়া কমে যাওয়ায় আজ অবশ্য মৎসজীবীদের জন্য কোনও সতর্কতা দেওয়া হয়নি ৷
Be the first to comment