গৌরী লঙ্কেশের হত্যায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ১৫ দিন পুলিশ হেফাজতে রেখে জেরা করা হবে। তাদের একজনকে গ্রেফতার করার পর তাকে জেরা করে দক্ষিণ কানাড়া জেলার সুল্লিয়া থেকে ৫০ বছরের মোহন নায়েককে গ্রেফতার করা হয়েছে। তাকে ধরে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৯।
গতবছরের সেপ্টেম্বরে সাংবাদিক গৌরীকে তাঁর বাড়িক সামনেই হত্যা করা হয়েছিল। অমিত বাড্ডি আর গণেশ মিসকিন কর্নাটকের হুবলির বাসিন্দা। অমিত স্বর্ণকার আর গণেশ টিএসআর চালায় আর অবসরে ধুপকাঠি তৈরি করে। তাদের দুজনেরই বয়স বিশের কোঠায়। খুন, ষড়যন্ত্র, অস্ত্র আইনের নানা ধারা লাগানো হয়েছে তাদের নামে। তারা প্রমাণ লোপের কাজ করেছে। মূল ষড়যন্ত্রী পরশুরাম ওয়াগমারেই সেদিন পিস্তল চালিয়েছিল। তাকে আগেই গ্রেফতার করা হয়েছে। মোহন নায়েক পরশুরামকে আশ্রয় দিয়েছিল। এই হত্যার ষড়যন্ত্র উন্মোচিত হয় টি নবীন কুমারের গ্রেফতারের পর থেকে।
Be the first to comment