বিধ্বংসী দাবানলে পুড়ে মৃত্যু হল অন্তত ৫০ জনের। গুরুতর আহত বহু লোক। গ্রিসের আথেন্সের কাছে একটা ছোট শহরের ঘটনা। সোমবার বিকেলে সমুদ্র সৈকতের পাশে কিনেতার জঙ্গলে আগুন লাগে। আথেন্সের ২৯ কিলোমিটার দূরের শহর মাতি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস জানিয়েছেন, গোটা এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সাইপ্রাস থেকে আনা হয়েছে ৬০ জন দমকল কর্মী। দুটি স্পেন থেকে আগুন নেভানোর বিমান এসেছে স্পেন থেকে। আগুন ছড়িয়ে পড়ছে বলেই খবর। সরকার বাসিন্দাদের ঘর ছেড়ে পালিয়ে আসতে বলেছে। মাতির সমুদ্র সৈকতে একসঙ্গে জড়াজড়ি করা অবস্থায় উদ্ধার হয়েছে ২৬টি দেহ। তারা পালানোর চেষ্টা করছিল। ধোঁয়ায় মারা গিয়েছে ৬ মাসের এক শিশুও। ১৫৬ জন পূর্ণবয়স্ক ও ১৬টি নাবালককে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার করা হয়েছে ৬৯৯ জনকে। বন্ধ করা হয়েছে সড়ক, ট্রেনলাইনও।
Be the first to comment