কানাডার টরোন্টোতে রবিবার রাতে যে গুলি চালিয়েছিল, সে পাকিস্তানি। নাম ফয়সাল হুসেন। সে পাকিস্তানের ঝিলম থেকে কানাডায় এসেছিল। বয়স ২৯ বছর। গুলিচালনার ঘটনায় সে এবং আরও একজন নিহত হয়েছে। আহত আরও ৮ জন। ফাইল ঘেঁটে পুলিশ জানতে পেরেছে, সে আইএসআইএলের সমর্থক। তাদের ওয়েবসাইটে সে সমর্থন জানিয়েছিল। তার কানাডার বাড়ি ছাড়াও আফগানিস্তান ও পাকিস্তানের বাড়ির খোঁজও নেওয়া হচ্ছে। হুসেনকে আগে এই ওয়েহসাইটের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার দিকে নজর ছিল টরোন্টো পুলিশ, অন্টারিওর প্রাদেশিক পুলিশেরও। তারা বলছে, এই বন্দুক হামলা পূর্ব পরিকল্পিত। সে টরোন্টো পুলিশর কাছে বেশ পরিচিতই ছিল। অস্ত্র ও হিংসার অপরাধের জন্য আগেও তার বিরুদ্ধে তদন্ত হয়েছে। হুসেনের বোন দুর্ঘটনায় মারা গিয়েছে। স্ট্রোকে আক্রান্ত তার ভাই হাসপাতালে। ২০১০ সাল তেকে হুসেনও মানসিক রোগে ভুগছিল। তার পরিবার জানিয়েছে, গোটা জীবনই অবসাদে ভুগেছে হুসেন। চিকিৎসাতেও বিশেষ ফল হয়নি। টরোন্টোর পুলিশ প্রধান মার্ক সন্ডার্স জানিয়েছেন, গ্রিকটাউনে ওই গুলিচালনার ঘটনায় ১০ বছরের এক বালিকা ও ১৮ বছরের এক তরুণীর মৃত্যু হয়েছে। ১৩ জন আহত।
Be the first to comment