বাংলাদেশের দুই জঙ্গি ধরা পড়ল দিল্লির কাছে উত্তরপ্রদেশের নয়ডায়। তাদের নাম মুশারফ হুসেন আর রুবেল আহমেদ। পশ্চিমবঙ্গ পুলিশ আর উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন শাখা যৌথভাবে এদের গ্রেফতার করেছে। এরা নয়ডায় গা ঢাকা দিয়েছিল। পুলিশ জানাচ্ছে, স্বাধীনতা দিবসের সময় নাশকতা করাই ছিল এদের উদ্দেশ্য। গোয়েন্দারা সতর্ক করেছেন, পাকিস্তানের জইশ এ মহম্মদ জঙ্গিরা স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে নাশকতা করতে পারে। ফলে রাজধানীর আশেপাশে নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে। জইশের তিন জঙ্গিকে ধরার পর তাদের কাছ থেকেই এই তথ্য জানা গিয়েছে। এদের ২০১৬ সালে কাশ্মীরের নাগোরা সেনাছাউনিতে হামলায় জড়িত সন্দেহে এনআইএ গ্রেফতার করেছিল। তখনই গোয়েন্দারা জানতে পারেন, জইশ ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিদের ঢোকাচ্ছে। তাদের অনেকেই কাশ্মীর থেকে ওপারে যাওয়া যুবক। নিরাপত্তারক্ষী বাহিনী রাজধানীর নর্দমা থেকে শুরু করে লালকেল্লার চারধারের সব বাড়ির দরজা, জানলা, থামের ওপর নজর রাখছে।
Be the first to comment